- বাংলাদেশের যেকোন অঞ্চলে মশার কয়েল প্রস্তুতকারক ব্যবসায়ীগণের সার্বিক বাণিজ্যিক স্বার্থ সম্পর্কে সরকারি আদেশ মোতাবেক স্বার্থ সংরক্ষণের জন্য ব্যবস্থাগ্রহণ,সতর্কদৃষ্টি রাখা ও সামগ্রিক ব্যবসায়িক উন্নতি সাধনের কার্যক্রম গ্রহণ করা । এসোসিয়েশন, রাষ্ট্রনীতি এবং সামগ্রিক জনস্বার্থ বিবেচনায় রেখে কার্যক্রম পরিচালনা করিবে এবং এমন কোন কার্যক্রমের আয়োজন অথবা অংশগ্রহণ বা সমর্থন করিবে না যাতে রাষ্ট্র এবং সামাজিক শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হয় ।
- মশার কয়েল প্রস্তুতকারক/উৎপাদনকারীদের ব্যবসা সংক্রান্ত সকল তথ্য ও খবরাখবর সদস্যদের মধ্যে প্রচার করা ।
- মশার কয়েল প্রস্তুতকারক/উৎপাদনকারীদের সুবিধা ও উন্নয়নের জন্য বিধিবিধান গ্রহণ বা প্রণয়নে সরকারের সহযোগিতা করা ।
- মশার কয়েল প্রস্তুতকারক ব্যবসার সহিত সংশ্লিষ্ট অন্যান্য এসোসিয়েশন সমূহের মধ্যে আন্তরিক ও সৌহার্দপূর্ণ সম্পর্কের উন্নয়ন সাধন করা ।
- মশার কয়েল প্রস্তুতকারক ব্যবসায়ীগণের ন্যায্য দাবি ও শর্ত সরকারের নিকট পেশ করা ।
- পরিচালনা পর্ষদ কর্তৃক সময় সময় নির্ধারিতরূপে এসোসিয়েশনের ফান্ডের যে সকল অর্থ উহার উদ্দেশ্য পূরণে আসিবে তাহা এসোসিয়েশনের উন্নয়নের কাজে ব্যবহার হবে ।
- অনৈতিক ব্যবসায়ী সুলভ আচরণ সমূহকে – জাতীয় স্বার্থে নির্মূল করার উদ্দেশ্যে সক্রিয়ভাবে কাজ করা ।
- এসোসিয়েশনের লক্ষ্যসমূহ বজায় রাখিয়া উন্নয়ন সাধনের উদ্দেশ্যে যে কোনরূপ অনুদান ইত্যাদি গ্রহণ করা এবং এসোসিয়েশন যদি আবশ্যক মনে করে সেরূপ উদ্দেশ্যে তহবিল সৃষ্টি করা ।
- এসোসিয়েশনের সদস্যগণের ব্যবসা বাণিজ্যের সমন্বয় এবং সুরক্ষার উদ্দেশ্যে অথবা উহার সদস্যভুক্ত যে কোন প্রতিষ্ঠানের স্বার্থ সংরক্ষন সংক্রান্ত যে কোন বিষয়ে চুড়ান্ত নিষ্পত্তির লক্ষ্যে সমিতি, সরকার অথবা জাতীয় প্রতিষ্ঠান সিটি কর্পোরেশন, মিউনিসিপ্যাল কর্পোরেশন ও অনুরূপ অন্যান্য প্রতিষ্ঠানের সহিত যোগাযোগের মাধ্যমে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা । এসোসিয়েশনের স্বার্থে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে এসোসিয়েশনের সদস্যভুক্ত কোম্পানীর স্বার্থের পরিপন্থি যদি কোন আইন প্রণয়ন অথবা প্রণয়নের সম্ভাবনা প্রতীয়মান হয়, এ ধরনের ক্ষেত্রে প্রতিনিধি প্রেরণ করতঃ যথাযথ ব্যবস্থা গ্রহণ করা ।
- নিম্ন মানের ও নকল পণ্য উৎপাদনের ক্ষেত্রে আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনকে সহযোগিতা করা ।
- সদস্যদের কল্যাণের জন্য তহবিল গঠনের উদ্দেশ্যে সদস্যদের মধ্যে বা সদস্য বহির্ভূত যে কোন সংস্থা বা ব্যক্তির নিকট হইতে অনুদান গ্রহণ এবং যে কোন প্রকার ব্যবস্থা গ্রহণ করার নিমিত্তে উক্ত তহবিল পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত মোতাবেক এসোসিয়েশনের কল্যাণে ব্যবহৃত হবে ।
- দেশী-বিদেশী তফসিলি ব্যাংক/বাণিজ্যিক ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান/সংস্থা থেকে সদস্যরা ব্যবসায়িক প্রয়োজনে ঋণ গ্রহণের মাধ্যমে তাদের ব্যবসা সম্প্রসারণ করতে পারবেন ।
- সদস্যগণের মধ্যে এসোসিয়েশনের বিস্তৃতি ঘটানের উদ্দেশ্যে বিনামূল্যে কোন বই অথবা প্রকাশনা বিতরণ করা ।
How We Add Value
Investment Deal Team
Responsible for our investment in a company and closely the involved throughout the life of the partnership.
Operrating Partners
Part of our Independent Advisor Program,these executives mentor management and create and environment for change with the creditibility of "having done".
Long-Term Value
We believe value creation is enhanced if the strategy is implemented quickly.
The construction list title
Responsible for our investment in a company and closely the involved throughout the life of the partnership.
Huge source of great ideas
Part of our Independent Advisor Program,these executives mentor management and create and environment for change with the creditibility of "having done".
Long-Term Value
We believe value creation is enhanced if the strategy is implemented quickly.